নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এতে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৪ বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ঐতিহ্যবাহী নরসিংদী জেলার সদর থানায় পুলিশ লাইনস রোডে শোভনীয় দালান কোঠায় সজ্জিত ঐতিহ্যবাহী নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থিত। ২০০৬ সালে স্ব-গৌরবে যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট সবুজ ছায়া ঘেরা বৃক্ষরাজীতে পরিবেষ্ঠিত । প্রায় দুই একর জমির উপর নির্মিত এ প্রতিষ্ঠানটিতে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, অধ্যক্ষ বাস ভবন ইত্যাদির সন্নিবেশ ঘটেছে। ইনস্টিটিউট এর প্রবেশ পথের গেটে, একাডেমিক কাম প্রশাসনিক ভবনের প্রবেশের গেটসমূহে রয়েছে সুসজ্জিত তরুণ ও কর্তব্যনিষ্ঠ নিরাপত্তা প্রহরী, যারা সার্বক্ষনিক প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমসহ নিরাপত্তা ও আগমনকারীদের তথ্য সংগ্রহ করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস